গাড়িবহর নিয়ে মাগুরায় সাকিব আল হাসান

তার আগমন উপলক্ষ্যে মাগুরার প্রবেশপথের ১২ কিলোমিটার সড়কের পাশে মানুষের ভিড় ছিল।
বিজ্ঞাপন
আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা-১ সংসদীয় আসনে আ. লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
মনোনয়ন পাওয়ার পেয়ে বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সড়কপথে ঢাকা থেকে নিজ জেলা মাগুরায় গিয়ে পৌঁছান তিনি। তার আগমন উপলক্ষ্যে মাগুরার প্রবেশপথের ১২ কিলোমিটার সড়কের পাশে মানুষের ভিড় ছিল।
বিজ্ঞাপন
ক্রিকেটার সাকিবের আগমন উপলক্ষ্যে মাগুরার প্রবেশদ্বার গড়াই সেতু থেকেই ছিল হাজারো জনতার ভিড়। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশাল গাড়িবহরে নিয়ে আসা হয় মাগুরা শহরে। পরে শহরের জামরুলতলায় অবস্থিত আ.লীগের দলীয় কার্যালয়ে নেওয়া হয় সাকিবকে।
বিজ্ঞাপন
সাকিবের আগমন উপলক্ষে মাগুরা জেলা আ.লীগ ছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাকিবের ভক্ত-সমর্থকেরা মাগুরার প্রবেশদ্বার কামারখালী ব্রিজ এলাকা থেকে তাকে অভিবাদন জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিপিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম
বিজ্ঞাপন
এর আগে রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জেবি/এসবি








