সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আর নেই


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩


সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আর নেই
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান কূটনীতিক হেনরি কিসিঞ্জার - ফাইল ছবি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান কূটনীতিক হেনরি কিসিঞ্জার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর ছয় মাস। 


স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) কানেকটিকাটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।


এক বিবৃতিতে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘কিসিঞ্জার অ্যাসোসিয়েটস’ জানিয়েছে,  জার্মান বংশোদ্ভূত সাবেক কূটনীতিক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার কানেকটিকাটে তার বাড়িতে মারা গেছেন।


জার্মানির শহর নুরেমবার্গের অদূরে হেনরি কিসিঞ্জার ১৯২৩ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন। জার্মান-ইহুদি মা-বাবার সন্তান তিনি।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সামরিক বিমান জাপানে বিধ্বস্ত


হেনরি কিসিঞ্জার দীর্ঘ কর্মজীবনে মার্কিন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের অধীনে পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তার বিতর্কিত ভূমিকা কখনও কখনও বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধের অনুমতি দেওয়া এবং বরাবরই মার্কিন স্বার্থ এবং দেশীয় রাজনৈতিক সাফল্যকে অগ্রাধিকার দেওয়ায় বিশ্বের ইতিহাসে কুখ্যাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেন তিনি।


আরও পড়ুন: কুয়েতের আমির হাসপাতালে ভর্তি


হেনরি কিসিঞ্জার ছিলেন ৫৬তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন ৮ম মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শক। রাজনীতি করতেন রিপাবলিকান দলে। সূত্র : বিবিসি ও সিএনএন


জেবি/এসবি