ভূমিকম্পের অ্যালার্ট পেতে যা করবেন
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩
সম্প্রতি নতুন এক ফিচার নিয়ে এসেছেন গুগল। এটির নাম আর্থকোয়াক অ্যালার্ট। ফিচারটি ব্যবহার করে ফোনেই ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া যাবে।
ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে ছোট কিছু অ্যাক্সিলারোমিটার, যেগুলো মিনি সিজমোমিটার হিসেবে কাজ করতে পারে। নতুন ফোনগুলোতে গুগলের এই ফিচার কাজ করবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও ওয়েব সিরিজ চরিত্রের স্টিকার পাঠানো যাবে
এই অ্যালার্ট চালু করবেন যেভাবে-
ফোনের সেটিংসে যান।
এরপর সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেকশনে যেতে হবে।
এবার আপনি আর্থকোয়াক অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।
যদি সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেকশনে দেখতে না পান, তাহলে আপনাকে অ্যাডভান্সে ক্লিক করে আর্থকোয়াক অপশনটি ক্লিক করতে হবে।
এরপরই আপনার ফোনে আর্থকোয়াক অ্যালার্ট ফিচারটি চালু হয়ে যাবে।
জেবি/এসবি