ভূমিকম্পের অ্যালার্ট পেতে যা করবেন

কিছু অ্যাক্সিলারোমিটার, যেগুলো মিনি সিজমোমিটার হিসেবে কাজ করতে পারে। নতুন ফোনগুলোতে গুগলের এই ফিচার কাজ করবে।
বিজ্ঞাপন
সম্প্রতি নতুন এক ফিচার নিয়ে এসেছেন গুগল। এটির নাম আর্থকোয়াক অ্যালার্ট। ফিচারটি ব্যবহার করে ফোনেই ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া যাবে।
ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে ছোট কিছু অ্যাক্সিলারোমিটার, যেগুলো মিনি সিজমোমিটার হিসেবে কাজ করতে পারে। নতুন ফোনগুলোতে গুগলের এই ফিচার কাজ করবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই অ্যালার্ট চালু করবেন যেভাবে-
ফোনের সেটিংসে যান।
এরপর সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেকশনে যেতে হবে।
বিজ্ঞাপন
এবার আপনি আর্থকোয়াক অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।
যদি সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেকশনে দেখতে না পান, তাহলে আপনাকে অ্যাডভান্সে ক্লিক করে আর্থকোয়াক অপশনটি ক্লিক করতে হবে।
এরপরই আপনার ফোনে আর্থকোয়াক অ্যালার্ট ফিচারটি চালু হয়ে যাবে।
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন








