কুয়েতের নতুন আমির মিশাল আল-আহমাদ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩


কুয়েতের নতুন আমির মিশাল আল-আহমাদ
ছবি: সংগৃহীত

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ’র  মৃত্যুর পরই নতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির নতুন আমির হচ্ছেন শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ। 


শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর আল আরাবিয়া


আগে থেকেই জানা ছিল নতুন আমির হবেন ক্রাউন প্রিন্স মিশাল। এখন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী শনিবার এ ঘোষণা দিয়েছেন। এর আগে নাওয়াফের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।


আরও পড়ুন: কুয়েতের আমির আর নেই


এর আগে ২০২০ সালে সৎ ভাইয়ের মৃত্যুর পর শেখ নাওয়াফ ক্ষমতার আসন গ্রহণ করেন। শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে এই আমিরের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে তার দায়িত্ব পালনের ইতি ঘটল। 


আরও পড়ুন: হামাস-ইসরায়েল তুমুল লড়াই



জটিল শারিরীক সমস্যার কারণে গত নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশটির কুনা নিউজ এজেন্সি জানিয়েছে তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।  


জেবি/এসবি