অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
রবিবার (১৭ ডিসেম্বর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এর আগে দুই সপ্তাহ আগে অভিনেতা ডেঙ্গুতে আক্রান্ত হন। হাসপাতালেও তাকে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি সুস্থ হয়ে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি।
ব্রিজেশ ত্রিপাঠী ১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। তবে ভোজপুরী ছবি ছাড়াও একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন ব্রিজেশ। ১৯৮০ সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ট্যাক্সি চোর’। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে অগণিত হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সালমান খান, রজনীকান্ত, রবি কিষাণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাকে দেখেছে দর্শক।
আরও পড়ুন: অমিতাভ বচ্চন এবার মুম্বাই ক্রিকেট লিগে
তিনি অভিনয় করেছেন রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিংহ এবং কেশরী লাল যাদবের মতো শক্তিমান ভোজপুরী অভিনেতাদের সঙ্গে। ব্রিজেশের প্রয়াণে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে শোকের মাতম।
আরও পড়ুন: সবাই মাঠ কাঁপানোর পর মাঠে নামবো: হিরো আলম
প্রয়াত অভিনেতাকে স্মরণ করে রবি কিষাণ বলেন, “আমরা একসঙ্গে প্রায় ১০০ ছবিতে অভিনয় করেছি। ওর প্রয়াণে ভোজপুরী সিনেমায় একটা যুগের অবসান ঘটল। ওর আত্মার শান্তি কামনা করছি।”
জেবি/এসবি