গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২১ হাজার, ১৫ হাজার নারী-শিশু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩


গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২১ হাজার, ১৫ হাজার নারী-শিশু
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে ১৫ হাজারেরও বেশি রয়েছে নারী ও শিশু। গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসন চলছে।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।


আরও পড়ুন: ঘনকুয়াশায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি


প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ৬ হাজার ৩০০ নারী ও ৮ হাজার ৮০০ শিশুকে নির্মমভাবে হত্যা করেছে বলে জানায় গাজার মিডিয়া অফিস।


এতে বলা হয়েছে, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার হাসপাতালে নিয়ে আসা নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২১ হাজার ১০০ জনে পৌঁছেছে।’


গাজার মিডিয়া অফিস আরও বলেছে, ‘৮২ দিন ধরে চলমান এই যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনী ১ হাজার ৭৭৯টি গণহত্যা করেছে। যার ফলে ২৮ হাজার ১১০ জন ব্যক্তি শহীদ এবং নিখোঁজ হয়েছেন।’


আরও পড়ুন: গাজায় একদিনে প্রাণ গেছে আরও ২৪১ জনের


প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।


ইসরাইলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। হাজার হাজার পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।


ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


জেবি/এজে