Logo

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২১ হাজার, ১৫ হাজার নারী-শিশু

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ২২:৩৯
38Shares
গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২১ হাজার, ১৫ হাজার নারী-শিশু
ছবি: সংগৃহীত

নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে ১৫ হাজারেরও বেশি রয়েছে নারী ও শিশু

বিজ্ঞাপন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে ১৫ হাজারেরও বেশি রয়েছে নারী ও শিশু। গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসন চলছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ৬ হাজার ৩০০ নারী ও ৮ হাজার ৮০০ শিশুকে নির্মমভাবে হত্যা করেছে বলে জানায় গাজার মিডিয়া অফিস।

এতে বলা হয়েছে, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার হাসপাতালে নিয়ে আসা নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২১ হাজার ১০০ জনে পৌঁছেছে।’

বিজ্ঞাপন

গাজার মিডিয়া অফিস আরও বলেছে, ‘৮২ দিন ধরে চলমান এই যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনী ১ হাজার ৭৭৯টি গণহত্যা করেছে। যার ফলে ২৮ হাজার ১১০ জন ব্যক্তি শহীদ এবং নিখোঁজ হয়েছেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

বিজ্ঞাপন

ইসরাইলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। হাজার হাজার পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।

বিজ্ঞাপন

ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD