বয়স ৮২ হলেও পছন্দের নারীকে বিয়ে করুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪
পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, পরিবার ও সামাজিক জীবনে শান্তি বজায় রাখতে প্রত্যেকের উচিত নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করা। এ ক্ষেত্রে লোকলজ্জার ভয় করার কোনো কারণই নেই।
মঙ্গলবার (৩ জানুয়ারি) নতুন বছর উপলক্ষে সামাজিকমাধ্যমে লাইভে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ হয়েছে।
নতুন বছর উপলক্ষে পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কাকার পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে বেশ কিছু প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছেন। লাইভ অনুষ্ঠানে তাকে একজন জিজ্ঞাসা করেন, “৫২ বছর বয়সী কোনো ব্যক্তি কি তার পছন্দের নারীকে বিয়ে করতে পারবেন? জবাবে কাকার বলেন, অবশ্যই উচিত হবে। এমনকি আপনার বয়স ৮২ বছর হলেও পছন্দের নারীকে বিয়ে করুন।”
আরও পড়ুন: জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৫, আরও বাড়তে পারে প্রাণহানি
আরেকজন জানতে চান, কোনো মেয়ে কি রাজনীতিবিদের প্রতি আকৃষ্ট হয়? এ জবাবে তিনি জানান, এর উত্তর তার জানা নেই। এই প্রশ্নের উত্তর তার থেকে ভালো মেয়েরাই জানে। তবে তার মনে হয় মেয়েরা আকৃষ্ট হতে পারে।
আরও পড়ুন: বছরের শুরুতেই দুস্কৃতীকারীদের গুলিতে মণিপুরে নিহত ৪
এ সময় আরেকজন প্রশ্ন করেন, টাকা না থাকার পরেও যদি কেউ কাউকে ইমপ্রেস করতে চায় তাহলে কী করা উচিত? এই প্রশ্নের উত্তরে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী জানান, তিনি কখনোই তার জীবনে কাউকে ইমপ্রেস করেননি এবং তাকে সবসময় অনেকে ইমপ্রেস করেছেন।
লাইভ অনুষ্ঠানে আরেকজন প্রশ্ন করেন, যদি কারও শ্বাশুড়ি পাগল হন তাহলে কী করা উচিত? জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তাদের হয়তো দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স করতে হতে পারে।
জেবি/এসবি