ভিসা ছাড়াই এবার ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪


ভিসা ছাড়াই এবার ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
ফাইল ছবি

পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো নেই। তবে ২০২৪ সালের প্রথম প্রান্তিকের হিসেব থেকে জানা গেছে বাংলাদেশের উন্নয়ন না হলেও অবনমনও হয়নি। তবে এদিকে, বাংলাদেশি পাসপোর্টে বিনা ভিসায় ভ্রমণ করা যায় এমন দেশের সংখ্যা গেল বছরের তুলনায় কিছুটা বেড়েছে।


আগের ৪০ ছিল দেশ, এবার  ৪২ দেশে ভিসার ঝক্কি ছাড়াই ঘুরতে পারবে বাংলাদেশের নাগরিকরা। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে, আফ্রিকার দেশ কেনিয়া ও ওশেনিয়ার কিরিবাতি। 


এশিয়ার ৬টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারে বাংলাদেশের নাগরিকরা। এছাড়াও দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চলে বাংলাদেশের নাগরিকদের আগাম ভিসা নেওয়ার দরকার পড়ে না। 


আরও পড়ুন: রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ প্রধানমন্ত্রীর


শ্রীলঙ্কা ও কেনিয়ায় যেতে দরকার পড়ে ই-ভিসা। আর বাকিগুলোতে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পাচ্ছে বাংলাদেশের নাগরিকরা। 


আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে চান আব্দুর রহমান


এশিয়ায় ভুটান,কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুরে আগাম ভিসার দরকার পড়ে না বাংলাদেশের। দক্ষিণ আমেরিকায় বলিভিয়া, আফ্রিকায় বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো, কেনিয়া; ক্যারিবীয়তে বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে লাগবে না আগাম ভিসা।


ওশেনিয়ায় কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু কিরিবাতিতে লাগবে না আগাম ভিসা। 


জেবি/এসবি