Logo

ঘোড়াঘাটে ফুটপাতের দোকানে ক্রেতাদের উপচে ভিড়

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারী, ২০২৪, ০১:৪০
53Shares
ঘোড়াঘাটে ফুটপাতের দোকানে ক্রেতাদের উপচে ভিড়
ছবি: সংগৃহীত

আয়ের লোকজন ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন।

বিজ্ঞাপন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাট-বাজারের ফুটপাতের দোকান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

জানা গেছে, ঘোড়াঘাট সদরসহ ওসমানপুর,ডুগডুগীহাট, বলগাড়ী ও রানীগঞ্জ হাটে রাস্তার দু-পার্শ্বে শীতের জামা কাপড়, জ্যাকেট, সুয়েটার বিক্রি করছেন পুরাতন কাপড় ব্যবসায়ীরা। গত কয়েক দিনের শীতের তীব্রতার কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের লোকজন ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলার রানীগঞ্জ বাজারের কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বললে তারা জানান, সাধারণত স্বল্প মূল্যে ভালো মানের কাপড় পাওয়ার যায়। বিশেষ করে ছোট শিশুদের শীতের কাপড় বেশি পাওয়া যায়। এজন্যই তারা পুরাতন কাপড়ের দোকান থেকেই শিশুদের বা বাড়ির মহিলাদের জন্য সুয়েটারসহ গরম কাপড় ক্রয় করে থাকেন।

বিজ্ঞাপন

উপজেলার রানীগঞ্জ বাজারের পুরাতন কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, শীতকে কেন্দ্র করে আমাদের রানীগঞ্জ বাজারের পুরাতন কাপড়ের অস্থায়ী মার্কেট গড়ে উঠে। আমরা সৈয়দপুর ও ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে পুরাতন কাপড়ের গাঁট ক্রয় করে এনে এখানে বিক্রি করি।

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD