আহসানের কথায় সামসের নতুন গান


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪


আহসানের কথায় সামসের নতুন গান
আহসান আলমাস - সামস ভাই | ছবি: সংগৃহীত

প্রকাশ পেল ‘মন ভেঙ্গেছে সখী আমার’ শিরোনামে নতুন একটি গান। গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী সামস ভাই। এটি লিখেছে সময়ের উদীয়মান তরুণ গীতিকবি আহসান আলমাস। সুর ও সংগীত আয়োজনে ছিলো রাজ হৃদয়। 


ঘাসফড়িং অফিসিয়াল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।


আরও পড়ুন: স্বস্তিকার ‘আই লাভ ইউ’ চিৎকারে নিরব হলো বিশৃঙ্খলার গ্লানি


গান প্রসঙ্গে আহসান আলমাস  বলেন,এই গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। গানটি অনেক সময় ও যত্ন নিয়ে লেখা। স্যাড গানে শ্রোতারা যেসমস্ত কথা শুনতে চায়, তার সবই এই গানে খুঁজে পাবে।দর্শক শ্রোতারা এই গানটি শুনে নিরাশ হবে না।


আরও পড়ুন: নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি


‘মন ভেঙ্গেছে সখী আমার’ গান নিয়ে বেশ আশাবাদী বলে জানান কন্ঠশিল্পী শামস। 


জেবি/এসবি