এবার রাজনীতিতে বিজয়


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪


এবার রাজনীতিতে বিজয়
থালাপাতি বিজয় | ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন বলে জানা গেছে। 


জানা যায়,  শিগগিরই প্রকাশ্যে আসছে তার দলের নাম। যে দল তৈরি হচ্ছে, তার ২০০ সদস্য ইতোমধ্যে বিজয়কেই দলেরপ্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।


এর আগেও অনেক তারকারা অভিনয়ের সঙ্গেই রাজনীতিতে পা রেখেছেন। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে বিজয়ের। 


আরও পড়ুন: টলি সিনেমায় পা রাখছেন তিশা


নতুন দলের সদস্যদের মধ্যেই একজন দেশটির গণমাধ্যমে জানান, তারা নির্বাচন কমিশনে নিবন্ধন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তৈরি হয়েছে, এছাড়া সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছে বলেও জানা গেছে। 


আরও পড়ুন: সুহানার সাথে দেখা করতে কোথায় গেলেন অগস্ত্য নন্দা?


উল্লেখ্য, তামিলনাডুতে বিধানসভা নির্বাচন  ২০২৬ সালে অনুষ্ঠিত হবে। নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা। যদিও দলের নাম জানা এখনো যায়নি, তবে সূত্র থেকে পাওয়া, দলের নামের মধ্যে কজগম শব্দটি থাকবেই, তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে।


সূত্র : আজকাল


জেবি/এসবি