Logo

পাকিস্তানকে অলআউট করে সহজ লক্ষ্য বাংলাদেশের সামনে

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:২৮
42Shares
পাকিস্তানকে অলআউট করে সহজ লক্ষ্য বাংলাদেশের সামনে
ছবি: সংগৃহীত

সুপার ফোরে খেলতে হলে ৪০ ওভারের মধ্যে ১৫৬ রান করতে হবে শিবলি-আরিফুলদের

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে যেতে কঠিন সমীকরণ মাথায় নিয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক রাব্বি। দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে ১৫৫ রানে অলআউট করেছে রাব্বি-মারুফরা। সুপার ফোরে খেলতে হলে ৪০ ওভারের মধ্যে ১৫৬ রান করতে হবে শিবলি-আরিফুলদের।

শনিবার (৩ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দ্যা গ্রিণ ম্যানের যুবারা। দলীয় ৮৯ রানেই ছয় ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায পাক শিবিরের যুবারা।

বিজ্ঞাপন

শুরুতে শামাইল হুসাইনকে সাথে নিয়ে ভালো শুরু করেন ওপেনার শাহজাইদ খান। তবে ইনিংস বড় করতে পারেনি এদের দুজনের কেউই। ৩১ বলে মাত্র ১৯ রান করে হুসাইন প্যাভিলিয়নে ফিরে গেলে, ২৬ রান করে আউঠ হয়ে ফিরে যান শাহজাইদ খানও। এদিন ব্যাট হাতে ভালো করতে পারেননি আজান আওয়াইস।

বিজ্ঞাপন

এই পাক ব্যাটার ৬ বলে ৬ রান করে বর্ষণের বলে আউট হন। পাক অধিনায়ক সাদ বাইগ ২১ বলে ৯ রান করে রান আউটের ফাঁদে কাটা পড়েন। সেমিফাইনালে উঠতে মরিয়া হয়ে ওঠা বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারছিল না পাক শিবিরের কোনো ব্যাটারই।

বিজ্ঞাপন

আহমেদ হাসান ২৫ বলে মাত্র ১১ রান করে ফিরে গেলে, এরপর ৯ বলে ৭ রান করে তার দেখানো পথেই হাঁটেন হারোন আর্শাদ। এতে দলীয় ৮৯ রানের ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান দল।

বিজ্ঞাপন

এরপর আরাফাত মিনহাস ও আলি আসফান্ড পাকিস্তান শিবিরে হাল ধরেন। তবে আসফান্ড নিজের ইনিংস বড় করতে পারেনি। ২৯ বলে মাত্র ১৯ রান করে আউট হন তিনি। এদিন আশা যাওয়ার মিছিলে যোগ দেন উবাইদ শাহ (১) ও মোহাম্মদ জিশান (৪)।

বিজ্ঞাপন

কিন্তু আরাফাত মিনহাস একাই পিচের এক প্রান্ত আগলে রাখেন। শেষ দিকে ৪০ বলে ৩৪ রান করে এই পাক ব্যাটার ড্রেসিংরুমে ফিরে গেলে ৫৬ বলে হাতে থাকতেই ১৫৫ রানের মধ্যে অলআউট হয়ে যায় পাকিস্তান।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে রোহানত উদৌল্লাহ বর্ষন ও পারভেজ জীবন চারটি করে উইকেট মিকার করেন। এ ছাড়াও এক উইকেট দখল করেন অধিনায়ক মাহফুজুর রহমান।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD