Logo

অপু বিশ্বাস ‘ট্র্যাপ’ নিয়ে যে বার্তা দিলেন

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৪৯
74Shares
অপু বিশ্বাস ‘ট্র্যাপ’ নিয়ে যে বার্তা দিলেন
ছবি: সংগৃহীত

এছাড়াও নারী সদস্যকে অ্যাওর্য়ানেসের জন্য হলেও ট্র্যাপ মুভিটি দেখার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী

বিজ্ঞাপন

ফেব্রুয়ারি মাস হলো ভালবাসার মাস, বসন্তের মাস এবং ভাষার মাস। এই মাসের শুরু থেকেই প্রকৃতিতে দেখা যায় বিভিন্ন ধরনের ভিন্নতা। ঢালিউড কুইন অপু বিশ্বাস ও জয় চৌধুরী এবছরে ভালোবাসার মৌসুমে ভক্ত-সমর্থকদের জন্য নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) ছবিটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন, প্রযোজক, পরিচালকসহ অভিনেত্রী অপু বিশ্বাস এবং অভিনেতা জয় চৌধুরী।

এদিন সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস বলেন, ‘ট্র্যাপ ছবিটি আপনি আপনার গার্লফেন্ড, বন্ধু, স্ত্রী, বোন অথবা সহকর্মী, সহপাঠিদের নিয়ে পেক্ষাগৃহে গিয়ে দেখবেন। যুগ যত ডিজিট্যাল আর প্রযুক্তি নির্ভর হচ্ছে মানুষের জীবনে প্রযুক্তিগত সমস্যাও দেখা দিচ্ছে। এই সিনেমাটি তেমনি সোশ্যাল ট্র্যাপ নিয়ে নির্মিত হয়েছে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে এটি। ছবিতে অনেক ধরনের ইনফরমেশন পাবেন এবং ও সহজে কীভাবে নিজেকে এ ধরনের ট্র্যাপ থেকে মুক্ত রাখবেন সেই মেসেজও পাবেন। এছাড়াও নারী সদস্যকে অ্যাওর্য়ানেসের জন্য হলেও ট্র্যাপ মুভিটি দেখার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ট্র্যাপ সিনেমাটি নিয়ে অভিনেতা জয় বলেন, প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছেই। বিভিন্ন হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ‘ট্র্যাপ’ হলো অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের একটি সিনেমা।

এই সিনেমাটিতে অপু-জয় ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেতা মিশা সওদাগর, তাহমিনা মৌ, আমান রেজা, এল আর খান সীমান্ত, হায়দার আলী, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সারা দেশে মুক্তি পাচ্ছে অপু-জয় অভিনিতি ‘ট্রাপ’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন দ্বীন ইসলাম ও প্রযোজনায় আছেন ডিএনবাংলা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD