নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব আর নেই


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪


নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব আর নেই
প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব - ছবি: সংগৃহীত

না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব। 


রবিবার ( ৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রেসিডেন্সি অফিস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই শোক সংবাদ জানিয়েছে। 


বার্তা সংস্থা রয়টার্স বলছে, নামিবিয়ার প্রেসিডেন্সি অফিস গেইঙ্গোবের মৃত্যুর কারণ পোস্টে জানায়নি। তবে জানুয়ারি মাসে গেইঙ্গোবের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। তখন থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে ২ দিনের চিকিৎসা শেষে গত বুধবার (৩১ জানুয়ারি) দেশে ফিরেছিলেন তিনি।


আরও পড়ুন: অনৈসলামিক বিয়ের দায়ে ইমরান-বুশরার সাত বছরের কারাদণ্ড


 ২০১৫ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গেইঙ্গোব। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ চলছিল। দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নামিবিয়া দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভের পর, সাবেক প্রেসিডেন্ট স্যাম নুজোমার অধীনে ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত ছিলেন।


আরও পড়ুন: ইউরোপ-আমেরিকা কর্মকর্তাদের গাজায় গণহত্যার নিন্দা


১৯৪১ সালে জন্মগ্রহণ করেছিলেন গেইঙ্গোব। ১৯৯০ সালে নামিবিয়া শ্বেতাঙ্গ সংখ্যালঘু-শাসিত দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা অর্জনের আগে থেকেই জিঙ্গোব একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন।


জেবি/এসবি