Logo

১৩৬ দিন পর জয়ের দেখা পেল ইন্টার মায়ামি

profile picture
জনবাণী ডেস্ক
৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৫৩
43Shares
১৩৬ দিন পর জয়ের দেখা পেল ইন্টার মায়ামি
ছবি: সংগৃহীত

মেসি-সুয়ারেজরা প্রায় ১৩৬ দিন পর জয়ের স্বাদ পেলো

বিজ্ঞাপন

ইন্টার মায়ামি সবশেষ ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ম্যাচ জিতেছিল। এরপর থেকেই হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল মেসির মায়ামি। ঘরের মাঠে টরেন্টো এফসির বিপক্ষে ৪-০ গোলে ম্যাচ জয়ের পর টানা ১২ ম্যাচে জয় বঞ্চিত ছিল তারা। অবশেষে অবসান হলো এই অচলাবস্থার। মেসি-সুয়ারেজরা প্রায় ১৩৬ দিন পর জয়ের স্বাদ পেলো।

রবিবার (৪ ফেব্রুয়ারি) হংকং একাদশকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে মেসি-সুয়ারেজবিহীন ইন্টার মায়ামি।

বিজ্ঞাপন

এদিন কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে মেসি-সুয়ারেজবিহীন মায়ামিকে ম্যাচের ৪০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, ৪০ মিনিটের মাথায় গোল পোস্টে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন রবার্ট টেলর। তবে এর ঠিক মিনিট তিনেক পরই গোল করেন হংকং একাদশের হ্যানরি। এতে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিজ্ঞাপন

মাঠে উপস্থিত সমর্থকরা হয়তো ভেবেছিলেন, বিরতির পর আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে মাঠে দেখা যাবে। আগের ম্যাচে অল্প সময়ের জন্য নামলেও রবিবার মেসি বা সুয়ারেজকে মাঠে  নামাননি মার্তিনো।

বিজ্ঞাপন

লসন কনারি সান্ডারল্যান্ড বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০তম মিনিটে মায়ামিকে লিড এনে দেন। এর ৬ মিনিট পর আবার  প্রতিপক্ষের জালে বল পাঠান লিওনার্দো কাম্পানা।

বিজ্ঞাপন

এরপর দীর্ঘ সময় গোল না হলেও ম্যাচের ঠিক শেষ মুহূর্তে ৮৫তম মিনিটে গোল করেন রায়ান সেইলর।

বিজ্ঞাপন

প্রাক-মৌসুমে ৫ ম্যাচের মধ্যে মায়ামির এটি প্রথম জয়। এর আগে, ৪ ম্যাচে এক ড্রয়ের বিপরীতে তিন ম্যাচে হেরেছে তারা।

বিজ্ঞাপন

ইন্টার মায়ামি মৌসুম শুরুর আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) জাপানিজ ক্লাব ভিসেল কোবে এবং ১৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে নিউওয়েল'স ওল্ড বয়েজের বিপক্ষে মাঠে নামবে তারা।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD