ভারতের কানপুরে গাড়ি উল্টে নিহত ৬
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪
ভারতের উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় যাত্রীসহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নর্দমায় পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও ওই গাড়িতে ২টি শিশু ছিল। সেই শিশু ২টি প্রাণে বেঁচে গিয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ৬ জন ডেরাপুর ও শিবরাজপুরের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে সিকান্দ্রা থানার অন্তগর্ত জগন্নাথপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
একটি গাড়িতে মোট ৮ জন যাত্রী ছিলেন, তিলক অনুষ্ঠান থেকে ফিরছিলেন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে উল্টে যায়। তারপর নর্দমায় পড়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। আহত অবস্থায় ২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরএক্স/