Logo

পুনমের ‘মৃত্যু নাটক’ নিয়ে মুখ খুললেন জয়া আহসান

profile picture
জনবাণী ডেস্ক
৬ ফেব্রুয়ারী, ২০২৪, ২৩:২৪
71Shares
পুনমের ‘মৃত্যু নাটক’ নিয়ে মুখ খুললেন জয়া আহসান
ছবি: সংগৃহীত

সব কিছুর একটা পরিমিতিবোধ থাকা উচিত। সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডেকে নিয়ে বলিউড পাড়া তোলপাড় সৃষ্টি হয়েছে। তার ব্যক্তিগত সামাজিকমাধ্যম  ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হঠাৎ মৃত্যুর স্ট্যাটাস ঘিরেই এই শোরগোল। পরে অবশ্য তিনি নিজেই নিশ্চিত করেন যে, তিনি মারা যাননি। এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের জানিয়েছেন, “বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ‘জরায়ুমুখের ক্যান্সার’ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই নাকি এই অভিনব কৌশল অবলম্বন করেছিলেন।”

এদিকে, পুনমের এমন ঘটনা শুনে না কি খানিক অবাক হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি জানান, সব কিছুর একটা পরিমিতিবোধ থাকা উচিত। সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

 অভিনেত্রী জয়া  বলেন,‘আমার ক্ষেত্রেও এমন হয়েছিল একবার। বাংলাদেশের এক বিজ্ঞাপনী সংস্থা একটি কনসেপ্ট নিয়ে এসেছিল যে, জয়া আহসান হারিয়ে গেছে— এমন এক ভাবনা ছিল সেই ক্যাম্পেইনের। কিন্তু আমাদেরও মনে রাখা দরকার যে, আমাদের দায়িত্বের কথা। আমাদের ভক্তদের জন্যই আমাদের অস্তিত্ব, তাদের কথা ভুলে গেলে চলবে না।’

বিজ্ঞাপন

এর আগে গেল ২ জানুয়ারি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পুনমের মৃত্যুর খবরটি শেয়ার করেন তার ম্যানেজার। সেই সময় তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যান্সারে (জরায়ুমুখের ক্যান্সার) ভুগছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া, পুনমের সামাজিকমাধ্যমে লেখা হয়, আজকের দিনটা আমাদের জন্য খুব দুঃখের। আমরা জরায়ু ক্যান্সারে ভালোবাসার পুনমকে হারিয়েছি। সমস্ত জীবন্ত প্রাণ, যারা তার সান্নিধ্যে এসেছিল তারা দেখেছেন ও কতটা ভালো এবং দয়ালু। আপাতত, আমরা আপনাদের কাছে কিছু গোপনীয়তা চেয়ে নিচ্ছি। ওকে ভালোভাবে মনে রাখবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর পরের দি ৩ ফেব্রুয়ারি সবাইকে অবাক করে ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় নিজের বেঁচে থাকার খবরটি জানান পুনম নিজেই। ভিডিওতে পুনম বলেন, আমি বেঁচে আছি। সার্ভিকাল ক্যান্সারে মারা যাইনি। আর এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD