ঢাকাকে ১৭৬ রানের টার্গেট দিল রংপুর

তিন ক্রিকেটারের ত্রিশ পেরোনো ইনিংসে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় রংপুর।
বিজ্ঞাপন
চলমান বিপিএলে রংপুর রাইডার্সের ব্যাটার সাকিব আল হাসান ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। সবমিলিয়ে দুর্দান্ত ঢাকাকে ১৭৬ রানের বড় লক্ষ্য দিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর।
ম্যাচের ওপেনিংয়ে নেমে ২৪ বলে ৩৯ রানে ঝোড়ো ইনিংস খেলেন রংপুরের রনি তালুকদার। আর ধীরে সুস্থে ৪৩ বলে ৪৭ রানে ইনিংস খেলেছেন বাবর আজম। তিন ক্রিকেটারের ত্রিশ পেরোনো ইনিংসে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় রংপুর।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রংপুর ছাড়ছেন চার বিদেশি তারকা
বিজ্ঞাপন
শুরুতে টস হেরে ব্যাট করতে নামে নুরুল হাসান সোহানের দল। দুই ওপেনার রনি তালুকদার আর বাবর আজমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দলটি। পাওয়ারপ্লে শেষ করে কোনো উইকেট না হারিয়ে ৫০ রানে। উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৬৭ রানের মাথায় রনির বিদায়ে।
বিজ্ঞাপন
দলের হয়ে ওয়ান ডাউনে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। বাবর আজমের সঙ্গে একটা ভালো জুটিও গড়ে তুলেছিলেন তিনি। তবে বাবর ৪৩ বলে ৪৭ করে আউট হওয়ার পর ফিরে যান সাকিবও। ৩ ছক্কার সঙ্গে ১ চারে ২০ বলে ৩৪ রান করে বিদায় নেন সাকিব। চলতি বিপিএলে এটাই তার সর্বোচ্চ রান।
বিজ্ঞাপন
জেবি/এসবি








