জানুয়ারিতে রেকর্ড উষ্ণতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪
আগের সব রেকর্ড ভেঙে দিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে রেকর্ড উষ্ণতা ছিল।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এই তথ্য জানায়।
এর আগে ১৯৫০ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল ২০২০ সালের জানুয়ারি। সেই রেকর্ডও এবার ভেঙে গেছে।
আরও পড়ুন: মিয়ানমার জান্তার হেলিকপ্টার ভূপাতিতের দাবি বিদ্রোহীদের
বিজ্ঞানীরা জানায়, চলতি বছরের জানুয়ারি ১৮৫০ সালের রেকর্ডে ফিরে গেছে। তাদের দাবি মানুষের সৃষ্ট কারণে জলবায়ুর পরিবর্তন ও এল নিনোর প্রভাবে এমনটা হয়েছে।
কেবল যে শুধু উষ্ণতম জানুয়ারি নয়। গত ১২ মাসের গড় তাপমাত্রা প্রাক শিল্প বিপ্লব সময়ের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
আরও পড়ুন: পাকিস্তানে নির্বাচনের আগে দিন জোড়া বিস্ফোরণ, নিহত ২৬
তাদের মতে, যদি দ্রুত গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানো যায় তাহলে কেবল এই তাপমাত্রার উল্মফন থেকে পৃথিবীকে রক্ষা করা যাবে।
জেবি/এসবি