অবশেষে জানা গেল ফারিয়ার হাসপাতলে ভর্তির কারণ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪


অবশেষে জানা গেল ফারিয়ার হাসপাতলে ভর্তির কারণ
নুসরাত ফারিয়া | ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। প্রায় দুই বছর হতে চলল বাগদান পর্ব সেরেছেন এই অভিনেত্রী। কিন্তু এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। এর মধ্যেই দেখতে দেখতে চলে গেছে ২০২৩ সাল। নতুন বছরে কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


এই বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার।


তিনি বলেন, ফারিয়া বেশ কিছু দিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল। খেতে চাচ্ছিল না, অনেক মাথাব্যথা করছিল। বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: অভিনয়ে ফিরতে চান ঢাকাই সিনেমার তামান্না


তিনি আরও বলেন, ফারিয়া এখন একটু সুস্থ আছে। জ্ঞান, ফিরেছে, আর কথাও বলছে। চিকিৎসকরা ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত বিষয়ে জানা যাবে।


এদিকে, নুসরাত ফারিয়া অভিনীত ‘ফুটবল ৭১’ ছবির কাজ শেষ হয়েছে কিছুদিন আগেই। এটি পরিচালনা করছেন দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সরকারি অনুদানের এই ছবিতে ফারিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, শরিফ সিরাজ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই। বর্তমানে এই সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে।


আরও পড়ুন: ভালোবাসা দিবসে নতুন চমক নিয়ে আসছেন পরী


প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে নুসরাত ফারিয়ার। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস-টু’ ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে কাজ করেন তিনি। এর সবগুলোই ছিল যৌথ প্রযোজনার সিনেমা। একক বাংলাদেশী প্রযোজনায় তার অভিনীত সিনেমা ‘শাহেনশাহ’। এতে তিনি শাকিব খানের বিপরীতে কাজ করেন। এ ছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত এই অভিনেত্রী। এ নায়িকা সিনেমার পাশাপাশি গানেও সময় দিচ্ছেন।


এমএল/