অভিনয়ে ফিরতে চান ঢাকাই সিনেমার তামান্না


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪


অভিনয়ে ফিরতে চান ঢাকাই সিনেমার তামান্না
তামান্না | ফাইল ছবি

তামান্না ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা। খুব অল্পদিনের ক্যারিয়ার হলেও দারুণভাবে আলো ছড়িয়েছিলেন সিনেমা জগতে। ক্যারিয়ারের শুরুতেই শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ভণ্ড’ সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি পান এই অভিনেত্রী। এরপর বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।


দারুণ জনপ্রিয়তা পাওয়ার পরই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। অবশেষে দীর্ঘ বিরতির পর জানালেন, আবারও অভিনয়ে ফিরতে চান তিনি।


আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের ফরম কিনলেন অভিনেত্রী মাহিয়া মাহি


চিত্রনায়ক শাকিব খান ও তামান্না একই সময়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর অভিনয় করেন বাপ্পারাজ, রুবেল, রিয়াজ, শাকিল খান, মান্নার মতো জনপ্রিয় চিত্রনায়কদের সাথে। তবে বর্তমানে মেধা আর পরিশ্রম দিয়ে শাকিব খান শীর্ষে অবস্থান করলেও অনেকটা দূরে সরে যান তামান্না।


সুইডেনে বেড়ে ওঠা তামান্না অনেকটা বাবা-মার অনুমতি ছাড়াই সিনেমার অভিনয় শুরু করেন। অভিনয় করার জন্য চলে আসেন ঢাকায়। তারকাখ্যাতি পাওয়ার পর ধীরে ধীরে অভিনয়ে থিতু হতে থাকেন তিনি।


আরও পড়ুন: জায়েদ খানে মুগ্ধ আনিকা কবির শখ


এরপর তার প্রেমের সম্পর্ক ক্যারিয়ারে অন্যতম বাধা হয়ে দাঁড়ায়। ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে দ্বিধায় ভুগতে থাকেন এই অভিনেত্রী। তামান্নার ভাষ্য, একজন ভুল মানুষকে জীবনের সাথে জড়িয়েছিলেন। এটা তার জীবনে প্রেস নয়, বরং ভুল ছিল। আর যেটা নিয়ে অনেক আক্ষেপ হয় তার।


বর্তমানে সুইডেনেই থাকছেন এই নায়িকা। সেখানেই নিজের দুই সন্তানকে বড় করছেন তিনি। কয়েকবছর একা থাকার পর গুজরাটি এক মুসলিমকে বিয়ে করে সংসারী হয়েছেন এই অভিনেত্রী। তবে আবারও নিজেকে অভিনয়ে ব্যস্ত রাখতে চান তিনি।


আরও পড়ুন: ভালোবাসা দিবসে নতুন চমক নিয়ে আসছেন পরী


এ প্রসঙ্গে দেশের এক সংবাদমাধ্যমে তামান্না বলেন, যদি কোনো অতিথি চরিত্রের কাজের প্রস্তাব হয় তাহলে করতে চাই।নিজের জীবনের অনেকগুলো বিকেলই তো পার হয়ে গেল। এখন এই ম্যাচিউরড বয়সে ভালো কিছু কাজ করে যেতে চাই।


তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অশান্তির সংসার বয়ে বেড়িয়েছি। একজন শিল্পীকে ধ্বংস করে দেওয়ার জন্য খারাপ জীবন সঙ্গীই যথেষ্ট। তাই সবারই খুব ভেবেচিন্তে জীবনসঙ্গী বেছে নেওয়া উচিত।


এমএল/