পাকিস্তানে ৩ আসনে আবারও নির্বাচন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪


পাকিস্তানে ৩ আসনে আবারও নির্বাচন
ছবি: ‍সংগৃহীত

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হলেও তৃতীয় দিনে পূর্ণ ফলাফল প্রকাশ করা হয়নি।


দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন বলছে, এখন পর্যন্ত ২৬৪ আসনের মধ্যে ২৫৬ আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পূর্ণাঙ্গ ভোটের ফল প্রকাশের আগেই কারচুপির অভিযোগ এনে তিন আসনে আবার ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। 


আরও পড়ুন: পাকিস্তানে নির্বাচন নিয়ে যা বললেন মালালা


জানা যায়, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ৮৮, ১৮ এবং ৯০ আসনের কয়েকটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, আসছে ১৫ ফেব্রুয়ারি এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 


আরও পড়ুন: ফল প্রকাশে দেরি, আন্দোলনের ডাক দিল পিটিআই


পাকিস্তানে অনুষ্ঠিত নির্বাচনের ফল অনুযাসারে, দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থীরা ৯৩টি আসন পেয়ে এগিয়ে রয়েছেন। এছাড়া ৭৩টি আসন পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। 


এদিকে, আরেক সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪টি আসন। 


জেবি/এসবি