সাকিব-মাহেদীর ব্যাটিং তাণ্ডবে রংপুরের বড় সংগ্রহ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪


সাকিব-মাহেদীর ব্যাটিং তাণ্ডবে রংপুরের বড় সংগ্রহ
ছবি: সংগৃহীত

চট্ট্রগ্রাম পর্বের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৩৯ রান তুলে ছিল কুমিল্লা ভিক্টেরিয়ান্স। রংপুর রাইডার্স দিনের দ্বিতীয় ম্যাচেও রানের পাহাড় গড়েছে। সাকিব ও মাহেদীর ব্যাটিং তাণ্ডবে ভর করে খুলনা টাইগার্সকে ২২০ রানের বড় লক্ষ্য দিয়েছে সোহানের দল।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি রংপুরের দুই ওপেনার রনি তালুকদার ও রেজা হেনড্রিক্স। ৭ বলে ৫ রান করে ক্লিন বোল্ড হয়ে লুক উডের প্রথম শিকার হন রনি। পরের ওভারে একই ভাবে হেনড্রিক্সকে নিজের দ্বিতীয় শিকার বানান লুক। ৭ বলে ৪ রান করেন প্রোটিয়া এই ব্যাটার।


দলীয় ২৪ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে রংপুর রাইডার্স। কিন্তু চতুর্থ উইকেটে শেখ মাহেদীকে সাথে নিয়ে ব্যাটিংয়ে তাণ্ডব শুরু করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নাসুমের এক ওভারেই নেন ২৬ রান। এতে ২০ বলে অর্ধশতক তুলে নেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন অলরাউন্ডার মাহেদী।


আরও পড়ুন: আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, ফিরলেন মাহমুদউল্লাহ


৩১ বলে ৬৯ রান করে সাজঘরে ফেরেন সাকিব। লুককে উড়িয়ে মারতে গিয়ে সারকেলের মধ্যে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার। অপর প্রান্তে ব্যাট ঘুরিয়ে ২৮ বলে ফিফটি পূর্ণ করেন মাহেদীও। ৩৬ বলে ৬০ রান করেন তরুণ এই অলরাউন্ডার।


এদিন ব্যাট হাতে ভালো করতে পারেননি আগের ম্যাচের নায়ক জেমস নিশাম। ১৫ বলে মাত্র ১৩ রান নাহিদ রানাকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন নিশাম। এরপর ডোয়েন পিটোরিয়াসকে সাথে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক সোহান। দুজনের মারকুটে ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় রংপুর রানের চাকা।


আরও পড়ুন: স্বাগতিক চট্টগ্রামকে হারিয়ে কুমিল্লার বড় জয়


শেষ পর্যন্ত ডোয়েন পিটোরিয়াসের ১২ বলে ১৭ রান এবং দলপতি নুরুল হাসান সোহানের ১৩ বলে ৩২ রানে ক্যামিও ইনিংসে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় সংগ্রহ পায় রংপুর।


দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট দখল করেন লুক উড। এ ছাড়াও নাহিদ রানা এবং নাসুম আহমেদ একটি করে উইকেটের দেখা পান।


এমএল/