ভূমিকম্পে কাঁপল পাকিস্তান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪


ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
ফাইল ছবি

ভূমিকম্পে কেঁপেছে পাকিস্তানের সোয়াত, দির জেলা এবং নীলম উপত্যকা ও এর আশেপাশের এলাকা।  ভূমিকম্পটি ৪ দশমিক ৭ মাত্রার ছিল।


শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে (স্থানীয় সময়) এ ভূ-কম্পন অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন: হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী


পাকিস্তানের আবহাওয়া বিভাগের (পিএমডি) বরাতে দেশটির সামা টিভি জানায়, সোয়াত, দির, নীলুম উপত্যকা এবং আশেপাশের এলাকাসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১৯০ কিলোমিটার গভীরে আঘাত হানে।


আরও পড়ুন: রাশিয়ার কারাবন্দী বিরোধী নেতা নাভালনি মারা গেছেন


গণমাধ্যমটি বলছে, বিশেষ করে নীলম উপত্যকা, শারদা মহকুমাসহ আশেপাশের অঞ্চলে এই ভূমিকম্পের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ এবং অন্যান্য সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও তথ্য সংগ্রহ করছে। তবে এখনও কোন সরকারি সতর্কতা জারি করা হয়নি।


জেবি/এসবি