রাশিয়ার সাথে এই যুদ্ধে ইউক্রেন হেরে গেছে: ইলন মাস্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪
রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন হেরে গেছে বলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন মার্কিন ধনকুবের এবং সামাজিক মাধ্যম এক্স পেইজের মালিক ইলন মাস্ক। তিনি বলেন, “ভবিষ্যৎ শান্তি আলোচনার ব্যাপারে ইউক্রেন যে অবস্থান গ্রহণ করেছে তাতে দেশটি আরো দুর্বল হয়ে পড়ছে।”
ইলোন মাস্ক এক্স (সাবেক টুইটার) পেইজে দেয়া এক পোস্টে বলেন, “আমেরিকায় ইউক্রেন যুদ্ধের পৃষ্ঠপোষকদের মধ্যে ভীতি এবং অস্বস্তি সৃষ্টি হচ্ছে। রিপাবলিকান দল এখন ইউক্রেনকে সামরিক সহায়তার দেয়ার বিরোধিতা করছে।”
আরও পড়ুন: ভিসা ছাড়াই উমরাহর করার সুযোগ পাচ্ছেন ২৯ দেশের নাগরিক
ইলন মাস্ক বলেন, “এখন যুদ্ধবিরতি এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার সময় হয়েছে। ইউক্রেন এই যুদ্ধে হেরে গেছে এবং কোন কিছুতেই তা আর পরিবর্তন হবে না।”
আরও পড়ুন: গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
তিনি সুস্পষ্ট করে বলেন, “এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে, পরাজয় মেনে নেয়ার আগে ইউক্রেনের কত মানুষের মৃত্যু হয় সেটাই দেখার বিষয়।” সূত্র : পার্সটুডে।
জেবি/এসবি