বরিশাল-কুমিল্লার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪


বরিশাল-কুমিল্লার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ইতোমধ্যেই টস হেরে তামিম ইকবালের দলের বিপক্ষে ব্যাট করছে কুমিল্লা দল। তারকাঠাসা এই দলের খেলা নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। আর সেটিরই প্রতিফলন দেখা গেছে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুরে।


তামিম-লিটনদের পাশাপাশি রাসেল-নারিনদেরও দেখতে যেন মিরপুরে এসেছেন অসংখ্য খেলাপ্রিয় দর্শক। কেউবা ব্যানার হাতে, অন্যকেউ ফটো কার্ড হাতে, আবার কেউ কেউ দলের পতাকা নিয়ে এসেছেন মাঠে। স্টেডিয়ামের প্রতিটি গেটেই দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।


আরও পড়ুন: প্লে-অফে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল


দুপুর দুইটা নাগাদ খেলা শুরু হলে গ্যালারি থেকে দর্শকদের স্লোগানে মুখোরিত হয়ে উঠে মিরপুর হোম অব ক্রিকেট স্টেডিয়াম। এদিন ছুটির দিনে মিরপুরে যেন অন্যরকম আমেজ তৈরী হয়েছে। পাওয়ার প্লেতে ছয়ের পরই যখন ক্যাচ আউটে ফিরে যান সুনিল নারিন, তখন বরিশালের দর্শকদের বাধভাঙ্গা উল্লাস ছিল চোখে পড়ার মতো।


এমএল/