কেরানীগঞ্জে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের পাশে রংপুর রাইডার্স


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪


কেরানীগঞ্জে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের পাশে রংপুর রাইডার্স
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে নিয়ে আনন্দ উল্লাসে ভিন্ন রকম একটি দিন কাটিয়েছে রংপুর রাইডার্স পরিবার। 


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চাইল্ড স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটায় রংপুর রাইডার্সের ক্রিকেটার, কোচিং প্যানেল ও টিম ম্যানেজমেন্ট। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনায় ভাষা শহীদের স্মরণে গান, রংপুর রাইডার্সের থিম সংয়ে দলীয় নৃত্য এবং ছোট নাটক উপভোগ করে রংপুর রাইডার্স পরিবার।


আরও পড়ুন: প্লে-অফের টিকিট পেতে চ্যালেঞ্জিং লক্ষ্য বরিশালের সামনে


এ ছাড়াও শিশুদের জন্য প্রতিষ্ঠানটির সেবা ও শিক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ করেন রাইডাররা।


সবশেষে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য দেন টিম ডিরেক্টর শানিয়ান তানিম, ক্যাপ্টেন নুরুল হাসান এবং অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহের।


আরএক্স/