Logo

বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি হবে, একনজরে সূচি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০১
50Shares
বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি হবে, একনজরে সূচি
ছবি: সংগৃহীত

পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে

বিজ্ঞাপন

প্রায় মাসব্যাপী চলমান বিপিএল এবারের আসরের প্রায় শেষপ্রান্তে এসে পৌছেছে। গ্রুপপর্বের এক ম্যাচ বাকি থাকতেই চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফে খেলার চার দল। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) চতুর্থ তথা শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট কেটেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এর আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

রাউন্ড রবিন লিগে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। শুক্রবার বরিশালের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকতো কুমিল্লার।তবে পরাজিত হওয়ায় ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে এই দুই দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। কিন্তু হারলেও অবশ্য সব শেষ হয়ে যাচ্ছে না। সুযোগ থাকবে আরও একটি ম্যাচ খেলার। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, কুমিল্লাকে ৬ উইকেটে পরাজিত করে প্লে-অফ নিশ্চিত করা ফরচুন বরিশাল টেবিলের তিনে অবস্থান করছে। ১২ ম্যাচে ৭ জয়ে তাদের পয়েন্ট এখন ১৪। এ ছাড়া বরিশালের সমান ১৪ পয়েন্ট থাকলেও রানরেটে কিছুটা পিছিয়ে থাকায় চারে অবস্থান করছে চট্টগ্রাম। এ দুই দল সোমবার (২৬ ফেব্রুয়ারি) এলিমিনিটরে লড়বে। সেখান থেকে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার (১ মার্চ)। 

প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। প্লে-অফ ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এবারের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দুর্দান্ত ঢাকা ও সিলেট সিক্সার্স এবং খুলনা টাইগার্স। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্লে-অফে কে কার মুখোমুখি হবে তার সূচি

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এলিমিনেটর কুমিল্লা বনাম রংপুর

বিজ্ঞাপন

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ১ম কোয়ালিফায়ার চট্টগ্রাম বনাম বরিশাল 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ২য় কোয়ালিফায়ার এলিমিনেটর জয়ী বনাম ১ম কোয়ালিফায়ার পরাজিত দল

শুক্রবার (১ মার্চ) ফাইনাল ১ম কোয়ালিফায়ার জয়ী বনাম ২য় কোয়ালিফায়ার জয়ী দল

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD