সময়ই সব কিছুর উত্তর দেবে, ইস্তফা প্রসঙ্গে বললেন মিমি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪


সময়ই সব কিছুর উত্তর দেবে, ইস্তফা প্রসঙ্গে বললেন মিমি
মিমি চক্রবর্তী | ছবি: সংগৃহীত

বর্তমানে অভিনয়ে বুদ হয়ে আছেন মিমি চক্রবর্তী। তাকে নিয়ে তৈরি হওয়া রাজনীতি সংক্রান্ত কোনও রকম গুজবে কান দিতে নারাজ এই অভিনেত্রী।


লোকসভা ভোটের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তবে সম্প্রতি যাদবপুরের তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে চিঠি দিয়েছেন মিমি। তার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে আসন্ন নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হবেন কি না? তবে রাজনৈতিক এই আলোচনার মধ্যেই মিমি ঠান্ডা মাথায় তার অভিনয় চালিয়ে যাচ্ছেন।


আরও পড়ুন: জুটি গড়ে কাজ করবেন সিয়াম-ইধিকা


এই মুহূর্তে তিনি শহরে ‘আলাপ’ সিনেমার শুটিং করছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এই সিনেমাতে তার অংশের শুটিং শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা এবং নিজের অভিনেত্রী সত্তা— কী ভাবে ‘ব্যালান্স’ করছেন? সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে যাদবপুরের এই সাংসদ বললেন, ‘আমি সে দিনও যেটা বলেছি, আজও তাই বলছি। আর পরবর্তীতে কী হবে, সেটা সেই সময় এবং পরিস্থিতির উপরই নির্ভর করবে।’


মিমির মতে, তিনি সততার সাথেই কথা বলেন। তাই নিজের সাম্প্রতিক ওয়েব সিরিজ’র শিরোনাম উদ্ধৃত করে বললেন, ‘আমি এখন ‘যাহা বলিব সত্য বলিব’ এই মুডে রয়েছি। সাময়িক কোনও মুহূর্তের কথা ভেবে আমি কিছু বলি না। তবে যা বলি সেটা খুব ভেবেচিন্তেই বলি।’


সাধারণ মানুষের কাছে অভিনেত্রী হিসেবেই মিমির প্রাথমিক পরিচিতি রয়েছে। সে কথা মনে করিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, বর্তমানে কাজের চাপ অনেকটাই বেড়েছে। তাই অভিনয়কে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করছি।’


আরও পড়ুন: শাকিবের বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে


রাজ্য রাজনীতির আধাঁরে এই মুহূর্তে যাদবপুরের সাংসদকে নিয়ে একাধিক ‘গুঞ্জন’ রয়েছে। কিন্তু সে বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ এই অভিনেত্রী। তিনি বলেন, ‘যার যেটা ইচ্ছে বলতেই পারেন। সঠিক সময়ই সমস্ত প্রশ্নের উত্তর দেবে।’


ইতোমধ্যে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতার সাথে দেখা করেন মিমি। মমতার সাথে দেখা করার পর তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতির ময়দান আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকেও গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোজজনে। তবে আমি জেনেশুনে জীবনে কারও কোনও প্রকার ক্ষতি করিনি।’ একই সাথে তার মন্তব্য ছিল, ‘আমি রাজনীতিবীদ নই। আর কখনও রাজনীতিবীদ হবও না। সব সময়ই আমি কর্মী হিসাবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি অন্য দলের কোনো ব্যক্তির বিরুদ্ধে কখনও খারাপ কথা বলিনি।’


আগামী মাসে নতুন একটি সিনেমার শুটিং শুরু হবে মিমির। টলিপাড়ায় গুঞ্জন, এই সিনেমাটি বাংলাদেশি। সেখানে মিমির বিপরীতে থাকবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। যদিও এ প্রসঙ্গে আপাতত কোনও ধরণের তথ্য দিতে নারাজ এই অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার


এমএল/