Logo

প্লে-অফের খেলা দেখতে খরচ করতে হবে বাড়তি টাকা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৪৭
59Shares
প্লে-অফের খেলা দেখতে খরচ করতে হবে বাড়তি টাকা
ছবি: সংগৃহীত

আর যেখানে লিগ পর্বের ম্যাচের তুলনায় বাড়ানো হয়েছে টিকিটের মূল্য

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুরে পর্দা উঠেছিল। ইতোমধ্যে শেষ হতে চলেছে দেশের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। লিগ পর্বের খেলা শেষ করে এবার শুরু হবে চার দলকে নিয়ে নকআউট পর্বের খেলা। আর যেখানে অংশ নিবে শক্তিশালী চারটি দল। এই চার দলের লড়াই মাঠে বসে দেখতে হলে দর্শকদের খরচ করতে হবে আগের ম্যাচের থেকেও বাড়তি অর্থ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিপিএলের নকআউট পর্বের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর যেখানে লিগ পর্বের ম্যাচের তুলনায় বাড়ানো হয়েছে টিকিটের মূল্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নকআউট পর্বে সাধারণ গ্যালারি অর্থাৎ সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩০০ টাকা, যা রাউন্ড রবিন লীগে ছিল মাত্র ২০০ টাকা। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা যার আগের মূল্য ছিল ৪০০ টাকা।

তবে বাড়ানো হয় নায় গ্র্যান্ডস্ট্যান্ড টিকিটের মূল্য। আগের মতোই সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা টিকেট প্রতি। এ ছাড়াও ক্লাব হাউজের টিকিট মূল্য ৮০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের প্রবেশ মূল্য ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মাঠে গড়াবে বিপিএলের নকআউট পর্বের প্রথম দুই ম্যাচ। আর এই ম্যাচের টিকিট পাওয়া যাবে শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিরপুরের ইনডোরে এবং শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গেট থেকে টিকিট সংগ্রহ করতে পারবে দর্শকরা।

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD