Logo

প্রথম কোয়ালিফায়ারে খেলবেন না মুস্তাফিজ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:২২
58Shares
প্রথম কোয়ালিফায়ারে খেলবেন না মুস্তাফিজ
ছবি: সংগৃহীত

থায় বল লাগার সাথে সাথে রক্তে লাল হয়ে যায় পুরো শরীর

বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। মাথায় সেলাই লাগার কারণে এখনও মাঠের বাইরে আছেন দ্যা ফিজ। পুরোপুরি ফিট না হয়ে ওঠায় বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে পাওয়া যাবে না বাঁহাতি এই পেসারকে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় মাথায় আঘাত পান এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডের শট উড়ে এসে বোলিং প্রান্তে থাকা কাটার মাস্টারের মাথায় লাগে। মাথায় বল লাগার সাথে সাথে রক্তে লাল হয়ে যায় পুরো শরীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয় মুস্তাফিজকে। দায়িত্বরত চিকিৎসকরা তার মাথায় ৫টি সেলাই দেন। এরপরই মুস্তাফিজের মাথায় সিটি স্ক্যানও করা হয়। সেই রিপোর্ট নিয়ে নিউরো সার্জনের সাথে বিস্তর আলোচনায় বসে বিসিবি কর্তারা। চট্টগ্রাম থেকে ফিরে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় কুমিল্লার টিম হোটেলে যোগ দেন মুস্তাফিজুর রহমান।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই ম্যাচে মুস্তাফিজের খেলা প্রসঙ্গে ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুস্তাফিজের মাথায় ৫টা সেলাই দেওয়া আছে। ৭/৮ দিন না গেলে সেলাই কাটা যায় না। আর সেই হিসাবে এখনও সেলাই কাটার সময় হয়নি। কাজেই সোমবার (২৬ ফেব্রুয়ারি) খেলতে পারবেন না তিনি। ফেরার সম্ভাবনা আছে তবে সেটা প্রথম কোয়ালিফায়ারের পর।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে পরাজিত হলেও ফাইনাল খেলার সুযোগ পাবে লিটন দাসের দল। সেক্ষেত্রে এলিমিনেটর পর্বের জয়ী দলের বিপক্ষে জয় পেতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD