কোয়ালিফাইয়ারে খেলতে সহজ লক্ষ্য পেল তামিমের বরিশাল


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪


কোয়ালিফাইয়ারে খেলতে সহজ লক্ষ্য পেল তামিমের বরিশাল
ছবি: সংগৃহীত

চলমান বিপিএলের শুরুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সবাই দুর্বল দল বলে বিশ্নেষণ করেছিল। তাবে শেষ পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে বন্দরনগরীর এই দলটি। প্লে-অফের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে তারা। আগে ব্যাট করে তামিম-মুশফিকদের ১৩৬ রানের লক্ষ্য দিয়েছে শুভাগত হোমের দল।


সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ফচরুন বরিশাল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় শুভাগত হোমরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম। ১৩ বলে ৭ রান করে তামিমকে সঙ্গ দিতে থাকেন ইমরানুজ্জামান।


আরও পড়ুন: প্লে-অফে টস জিতে ফিল্ডিংয়ে তামিম-মুশফিকরা


পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন ব্যাটার জশ ব্রাউন। তবে ইনিংস বড় করতে পারেনি ডান হাতি এই ব্যাটার। ২২ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর ১১ বলে ১৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন টম ব্রুসও। দলীয় ৬৪ রানের মাথায় চার উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে যায় চট্টগ্রামের।


এরপর সৈকত আলীকে সাথে নিয়ে রান তুলতে থাকেন দলনেতা শুভাগত হোম। তবে মাঠে বেশিক্ষণ থাকতে পারেনি দুজনের কেউই। ১৪ বলে ১১ রান করে সৈকত ফিরে গেলে, ১৬ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন শুভাগত হোম।


আরও পড়ুন: বিপিএলের প্লে-অফের টিকিটের জন্য উপচে পড়া ভিড়


এদিন ১৬ বলে মাত্র ১১ রান করে আউট হন ব্যাটার রোমারিও শেফার্ড। শেষ পর্যন্ত নাহিদুজ্জামানের ১৩ বলে ১০ রান এবং সালাউদ্দিন শাকিলের ১১ বলে ৮ রানের ইনিংসে ভর করে নয় উইকেট হারিয়ে ১৩৫ রানের লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম।


ফরচুন বরিশালের হয়ে কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন এবং ওবেদ ম্যাককয় দুটি করে উইকেট তুরে নেন। এ ছাড়াও তাইজুল ইসলাম শিকার করেন এক উইকেট।


এমএল/