ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে সাকিব-সোহানরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪
চলমান বিপিএলে প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। লিগ পর্বের দুই দেখায় একটি করে জয় পেয়েছে উভয় দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আবারও একে ওপরের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর-কুমিল্লা।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে সোহানের দল। আগের ম্যাচের চার বিদেশির মধ্যে একাদশে জায়গা পেয়েছেন শুধু জেমি নিশাম এবং বাদ পড়েছেন ইমরান তাহির, টম মুরাস এবং ব্যান্ডন কিং।
আরও পড়ুন: তামিম ও মায়ার্স ঝড়ে বিধ্বস্ত চট্টগ্রাম, ২য় কোয়ালিফাইয়ারে বরিশাল
এই ম্যাচে দিয়ে রংপুরের হয়ে চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছেন নিকোলাস পুরান এবং ফজল হক ফারুকী। এ ছাড়াও একাদশে ফিরেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে। মোহাম্মদ এনামুলের পরিবর্তে বিপিএলে অভিষেক হচ্ছে রোহানতদৌল্লাহ বর্ষণের। আর ম্যাথিউ ফোর্ডের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন জনসন চালর্স।
আরও পড়ুন: কোয়ালিফাইয়ারে খেলতে সহজ লক্ষ্য পেল তামিমের বরিশাল
রংপুর রাইডার্সের একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), নিকোলাস পুরান, শেখ মেহেদী, শামীম হোসেন, রনি তালুকদার, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী ফজল হক ফারুকী এবং জেমি নিশাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ : লিটন দাস (অধিনায়ক), মঈন আলি, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মাহিদুল ইসলাম অঙ্গন, জাকের আলী (উইকেটকিপার), রোহানতদৌল্লাহ বর্ষণ, মুসফিক হাসান এবং তানভীর ইসলাম।
এমএল/