Logo

প্রধান কোচ হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি!

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০১
77Shares
প্রধান কোচ হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি!
ছবি: সংগৃহীত

তবে সম্প্রতি রীতিমতো বোমা ফাটিয়েছেন চন্ডিকা হাথুরু

বিজ্ঞাপন

সবার অভিযোগ এখন চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে। আর লঙ্কান এই কোচের অভিযোগ বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। বিশ্বকাপের পর থেকে অনেকটা চুপচাপই ছিলেন টাইগারদের হেড কোচ। তবে সম্প্রতি রীতিমতো বোমা ফাটিয়েছেন চন্ডিকা হাথুরু।

বাংলাদেশের ক্রিকেট কাঠামো আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেন অভিযোগের খাতা খুলে বসেছিলেন হাথুরু। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এমন সব কথা বলেছেন প্রধান কোচ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাথুরুর এমন কথায় বেশ বিরক্তই হয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, 'এই বিষয়গুলো না জেনে আমার কোনো ধরনের মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই যাচ্ছি বোর্ডে। এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারব ক্লিয়ার করে।'

প্রথমত দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কি না। আমাদের যে নিয়ম-কানুন আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, ঘরোয়া ক্রিকেট হোক, সেটা যেইই হোক, বিপিএল হোক, খেলোয়াড় হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কি না নেতিবাচক বিষয়। তাহলে অবশ্যই তাকে শোকজ করা হবে। অবশ্যই জিঙ্গাসা করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, 'অনেক সময় হয় কী, ইনফরমেশন যদি সত্য না জানা যায়, তাহলে ভুল তথ্য পাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকমের হয়ে থাকে। একই জিনিস একেকজন একেকভাবে দেখে। ওখানে কাকে দোষারপ করা হচ্ছে, কেন তার এমন মনে হচ্ছে দেখতে ইচ্ছা করছে না, টেলিভিশন বন্ধ করে দিচ্ছি বা এরকম কথাবার্তা। সেটা বলার পিছনে মূল কারণ কী, সেটার পেছনের কারণ আমার জানা দরকার। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য বলা অনেক সহজ হয়। কোন একটা জিনিস যদি না দেখি, তাহলে এমনভাবে বলা কঠিন।'

বিসিবির সাথে চুক্তিতে থাকা অবস্থায় বোর্ড প্রসঙ্গে এসব মন্তব্য হাথুরু করতে পারেন কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান বিসিবি বস। তিনি বলেন, 'প্রথমে দেখতে হবে সে রুলস ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।'

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD