Logo

ফাইনালের আগে শাস্তির মুখে কুমিল্লার অধিনায়ক

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০৬
44Shares
ফাইনালের আগে শাস্তির মুখে কুমিল্লার অধিনায়ক
ছবি: সংগৃহীত

এমনকি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে

বিজ্ঞাপন

বিপিএলের টানা তৃতীয় বারেরমত ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপেক্ষায় আছে ফাইনালে প্রতিপক্ষের জন্য। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের মাঝে বিজয়ী দল হবে তাদের প্রতিপক্ষ। সেই খেলার দিকে নিশ্চিতভাবেই তাকিয়ে আছেন কুমিল্লার খেলোয়াড় এবং দর্শকরা। 

তবে ফাইনাল ম্যাচের ঠিক আগে শাস্তির মুখে পড়তে হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাসকে। মাঠে থাকা আম্পায়ারের সাথে বাজে আচরণের জন্য জরিমানা করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটারকে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ার শরফউদ্দৌলা ইবেন শহীদ সৈকতের সাথে বাজে আচরণ করেছিলেন এই ক্রিকেটার। মূলত স্ট্যাম্পের পেছন থেকে আউটের আবেদন জানিয়েছিলেন কুমিল্লার ভিক্টোরিয়ান্সের দলনেতা। তবে সেটি থার্ড আম্পায়ারের কাছে আর পাঠান নি মাঠে থাকা সৈকত।

আর যে কারণে রেগে গিয়েছিলে লিটন দাস। পরে কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসে পরিস্থিতি ঠান্ডা করেন। এর দুইদিন পর বুধবার একটি সূত্র থেকে জানা গেছে, আচরণবিধি ভাঙায় লিটনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এমনকি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিটনের শাস্তির সেই ম্যাচে অবশ্য কুমিল্লাই জয় পেয়েছে। দলের জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। ৮৩ রানের দারুণ ইনিংসে হয়েছিলেন ম্যাচসেরাও।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD