শামীমের ব্যাটে ভর করে রংপুরের লড়াকু সংগ্রহ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪
চলতি বিপিএলে রংপুরকে হারিয়ে আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে আবারও মুখোমখি হয়েছে এই দুই দল। ফাইনালে ওঠার লড়াইয়ে বরিশালকে ১৫০ রানের সহজ লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় তামিম ইকবাল। এদিন শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এই দলটি। ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বলে মাত্র ২ রান করে ফিরে যান শেখ মাহেদী। একই ওভারে শেষ বলে সাকিবকে আউট করে উল্লাসে ভাসে তামিম-মুশফিকরা।
৪ বলে ১ রান করে সাজঘরে ফেরেন এই তারকা অলরাউন্ডার। বরাবরের মতো এদিনও ব্যাট হাতে ভালো করতে পারেনি রনি তালুকদার। ১২ বলে ৮ রান করে মায়ার্সকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ওপেনার ব্যাটার।
আরও পড়ুন: ফাইনালের আগে শাস্তির মুখে কুমিল্লার অধিনায়ক
এরপর নিকোলাস পুরানকে সাথে নিয়ে রান তুলতে থাকেন জেমি নিশাম। তবে নিজের ইনিংস বড় করতে পারেনি পুরান। ১২ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন এই ক্যারিবিয়ান তারকা। ২২ বলে ২৮ রান করে ড্রেসিং রুমে ফিরে যান নিশাম। এতে মাত্র ৪৮ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে রংপুর রাইডার্স।
তবে মোহাম্মদ নবিকে সাথে নিয়ে রান তোলার চেষ্টা করেন নুরুল হাসান অধিনায়ক সোহান। কিন্তু ইনিংস বড় করতে পারেনি এদের কেউই। ১৫ বলে মাত্র ১২ রান করে মোহাম্মদ নবী ফিরে গেলে, ১৪ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন অধিনায়ক।
আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে তামিম-মুশফিকরা
শেষ দিকে রংপুর শিবিরের হাল ধরেন ব্যাটার শামীম পাটোয়ারী। তাকে যোগ্যসঙ্গ দেন আবু হায়দার রনি। ১৯তম ওভারে ২৬ রান তুলে ২০ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন শামীম। শেষ পর্যন্ত শামীমের ৪৯ বলে ৫৯ রানের দারুণ ইনিংসে ভর করে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় রংপুর রাইডার্স।
এদিন ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট তুলে নেন জেমস ফুলার। দুই উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়াও কাইল মায়ার্স এবং মেহেদী মিরাজ একটি করে উইকেট শিকার করেন।
এমএল/