শরিফুলই হবেন বিপিএলের সর্বাধিক উইকেটশিকারি

তার ধারে-কাছেও কোনো বোলার ছিলেন না, আর নেইও
বিজ্ঞাপন
এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হবেন, তা জানতে ফাইনাল পর্যন্ত অবশ্যই অপেক্ষায় থাকতে হবে। এ মুহূর্তে ৪৫৩ রান করে রান তোলায় প্রথমস্থানে আছেন দেশসেরা ওপেনার ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার চেয়ে মাত্র ৬ রান পিছনে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার তাওহিদ হৃদয়।
মূল লড়াইটা এ দুইজনের মধ্যেই স্থির হয়ে আছে। রান সংগ্রহে তিন নম্বরে থাকলেও যেহেতু তার দল ফাইনালে নেই, তাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ওপেনার তানজিদ হাসান তামিমকে (১২ ম্যাচে ৩৮৪) হিসেবের বাইরেই রাখতে হচ্ছে।
বিজ্ঞাপন
বরং ব্যাটার তানজিদ তামিমের চেয়ে ৯ রান কম (১৩ খেলায় ৩৭৫) করেও লিটন দাস থাকছেন এই হিসেবের ভেতরে। কারণ, লিটন দাসের দল কুমিল্লা এবারের আসরের ফাইনালিস্ট। এটা নিশ্চিত যে দেশসেরা ওপেনার তামিম ইকবাল, তাওহিদ হৃদয় আর লিটন দাসের কেউ একজন এবারের টপ স্কোরার হবেন। আর সেটা কুমিল্লা এবং বরিশাল ফাইনাল ম্যাচের আগে নির্ধারণ করা অসম্ভব। কাজেই শুক্রবার (১ মার্চ) ফাইনালই বলে দেবে বিপিএলের দশম আসরের সর্বাধিক রান সংগ্রাহক কে হচ্ছেন?
বিজ্ঞাপন
আরও পড়ুন: এবারের বিপিএলে কে কত প্রাইজমানি পাবেন
কিন্তু বিপিএল এবারের আসরের সর্বাধিক উইকেটশিকারি কে হচ্ছেন, তা জানতে হয়তো আর শুক্রবারের ফাইনালের দিকে তাকিয়ে থাকতে হবে না। কারণ, সেটা একপ্রকার নির্ধারিত হয়েই আছে। হয়তো সর্বাধিক উইকেটশিকারির পুরস্কারটা দুর্দান্ত ঢাকার বাঁহাতি পেসার শরিফুল ইসলামের হাতেই উঠবে। এবারের আসরে ১২ ম্যাচে ২২ উইকেট দখল করে শরিফুল নিকট প্রতিদ্বন্দীদের চেয়ে অনেক এগিয়ে আছেন। তার ধারে-কাছেও কোনো বোলার ছিলেন না, আর নেইও।
বিজ্ঞাপন
শরিফুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনার সাকিবের উইকেট সংখ্যা ১৩ ম্যাচে ১৭ টি। এছাড়াও রংপুরের অফস্পিনার শেখ মেহেদির উইকেট সংখ্যা ১৬ আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বেলাল খানও ১৬ টি করে উইকেট পেয়েছেন। তাদের কারো দলই ফাইনালে ওঠেনি। তাই তাদের আর কোনো সম্ভাবনাও নেই।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফাইনাল ম্যাচের আগে তামিমের দুঃখপ্রকাশ
ফাইনাল খেলছেন, এমন বোলারদের মধ্যেও শরিফুলের কাছাকাছি কোনো বোলার নেই। তার চেয়ে ৮ উইকেট কম দখল করা ফরচুন বরিশাল পেসার মোহাম্মদ সাইফউদ্দিনই একমাত্র বোলার যিনি ৮ ম্যাচে ১৪ উইকেট দখল করেছেন।
বিজ্ঞাপন
এখন পেসার সাইফউদ্দিন ফাইনালে ৯ উইকেট শিকার করতে পারলেই কেবল শরিফুলকে পিছনে ফেলে সর্বাধিক উইকেটশিকারি হতে পারবেন। আর সেটা প্রায় অসম্ভবই বলা যায়। যেমন অসম্ভব প্রায় কুমিল্লা বাঁহাতি স্পিনার তানভির ইসলামের জন্যও সর্বাধিক উইকেটশিকারি হওয়া। এই বাঁহাতি স্পিনারের মোট উইকেট ১৩ টি।
বিজ্ঞাপন
ফাইনাল ম্যাচে ১০ উইকেট শিকার করলেই তানভির সবার ওপরে যেতে পারবেন। সেটাও প্রায় অসম্ভব ব্যাপার। এর মানে, শরিফুলই হতে যাচ্ছেন বিপিএল এবারের আসরের সর্বাধিক উইকেটশিকারি।
এমএল/








