‘সুপার টিউসডে’তে বড় ব্যবধানে বাইডেন ও ট্রাম্পের জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪
মার্কিন যুক্ত্রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রাথমিক বাছাইয়ের জন্য গুরুত্বপূর্ণ দিন সুপার টিউসডে’তে বড় ব্যবধানে জয় পেয়ছেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন আটকে দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিকি হ্যালির শেষ সুযোগ ছিল এ দিন। কিন্তু তিনি ট্রাম্পের অগ্রযাত্রা কোনো ভাবেই থামাতে পারেননি। ট্রাম্প ১২টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। আর নিকি হ্যালি জয় পেয়েছেন ভারমন্টে।
আরও পড়ুন: রমজানে আল-আকসায় নামাজ পড়তে পারবেন মুসলিমরা
অপরদিকে, ডেমোক্রেটিক পার্টি থেকে ১৪টি অঙ্গরাজ্যে বাইডেনের বিজয়ী হওয়ার আভাস মিলেছে। এর মধ্য দিয়ে এবারের নির্বাচনে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হয়নি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে উভয় দলের প্রার্থী হিসেবে তাদের দুই জনের মনোনয়ন এখন অনেকটা নিশ্চিত।
আরও পড়ুন: জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
সুপার টুয়েসডে’তে যে ১৫টি অঙ্গরাজ্যে ভোটাভুটির আয়োজন করা হয়েছে সেগুলো হলো- ম্যাসাচুসেটস, আলাবামা, আলাস্কা (শুধু রিপাবলিকানদের ভোট), আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ইউটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতে শুধু ডেমোক্র্যাটদের ভোট হয়েছে। সূত্র: বিবিসি, সিএনএন
জেবি/এসবি