Logo

শাকিবের কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
৯ মার্চ, ২০২৪, ০৩:১৪
153Shares
শাকিবের কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব
ছবি: সংগৃহীত

ব্যাট হাতেও শতকের ফুলঝুরি ফুটিয়েছেন তিনি

বিজ্ঞাপন

অভিনেতা শাকিব খান ও ক্রিকেটার সাকিব আল হাসান দু’জনই ভিন্ন দুই মাধ্যমে জনপ্রিয় তারকা। শাকিব খান রঙ্গিন পর্দায় নায়িকার মন জয় করেন, আর তার এক ঘুষিতেই শত্রুরা কুপোকাত হয়ে যায়। অন্যদিকে বাইশ গজের ক্রিজে সাকিবের স্পিন জাদুতে দিশেহারা হয়েছে সারা বিশ্বের বড় বড় ক্রিকেটাররা, ব্যাট হাতেও শতকের ফুলঝুরি ফুটিয়েছেন তিনি।

এবার চেনা অঙ্গনের বাইরে কর্পোরেট প্ল্যাটফর্মে একসাথে দেখা যাবে শাকিব খান ও সাকিব আল হাসানকে। আর সেটি হচ্ছে শাকিব খানের কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত জানুয়ারিতে অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এন্ড হারল্যানের সাথে অফিসিয়াল পথচলা শুরু হয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের। এই প্রসাধনী ব্র্যান্ডের পরিচালক এই অভিনেতা। এবার এই কোম্পানিরই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে অভিনেতা শাকিব খান ও কোম্পানিটির উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। যেখানে প্রথমবারের মতো একসাথে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে সিনেমা এবং ক্রিকেটের জনপ্রিয় দুই তারকা।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রাজকুমার’। এর বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিবের আরেক চলচ্চিত্র ‘দরদ’।

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD