পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪
এবার পাসপোর্ট ছাড়াই সৌদি আরব যাওয়া যাবে। সম্প্রতি সপোর্ট ছাড়া ভ্রমণের সুযোগ দিতে ডিজিটাল নথি তৈরি করেছে দেশটি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির গণমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।
এতে বলা হয়, সৌদির পাসপোর্ট বিভাগের জেনারেল ডাইরেক্টরেট রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত লিপ ইয়ার বা অধিবর্ষ ২০২৪ সম্মেলনে আগত দর্শনার্থীদের সামনে ডিজিটাল নথিটি প্রদর্শন করেছেন। এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিসের মাধ্যমে সৌদি নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীসহ সুবিধাভোগীরা ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধান পাবেন। এছাড়া এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ পরিষেবাগুলো পাবেন।
আরও পড়ুন: রমজানে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা
পরিষেবাটির মূল লক্ষ্য হলো, “একটি একক নম্বর প্রদানের মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া সহজ করা। এই নম্বরের মাধ্যমে দর্শনার্থী বা ভ্রমণকারীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অ্যাবশার’ ইলেকট্রনিক প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। সেখান থেকে তারা নিজেদের ডিজিটাল পরিচয় বা একক নম্বর পাবেন।”
আরও পড়ুন: সৌদিতে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে
এতে পাসপোর্ট ব্যক্তির মোবাইল ফোনে থাকবে। এর মাধ্যমে ভ্রমণকারী দেশটির কোথায় অবস্থান করছেন তা সম্পর্কেও জানা যাবে। ফলে কোনও কাগুজে পাসপোর্টের প্রয়োজন হবে না।
জেবি/এসবি