Logo

ব্রেইন স্ট্রোক করে আইসিউতে ভর্তি নুসরাত ফারিয়ার বাবা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মার্চ, ২০২৪, ০৬:৪৭
68Shares
ব্রেইন স্ট্রোক করে আইসিউতে ভর্তি নুসরাত ফারিয়ার বাবা
ছবি: সংগৃহীত

বর্তমানে এই নায়িকার বাবা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রয়েছে

বিজ্ঞাপন

রমজানের শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়ার। তার বাবা মাজহারুল ইসলাম ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে আছেন। বর্তমানে এই নায়িকার বাবা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রয়েছে। 

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় ইফতারের পরপরই এক সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। যেখানে ভক্ত-সমর্থকদের জন্য রমজানের শুভেচ্ছা জানিয়ে বাবার জন্য দোয়া চেয়েছেন এই চিত্রনায়িকা। 

বিজ্ঞাপন

নুসরাত ফারিয়া পোস্টে লিখেছেন, আমাদের প্রথম রমজান অনেক কঠিন ছিল। শেষ রাতের দিকে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা একটু দোয়া করবেন।

বিজ্ঞাপন

এর আগে গত মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত নিজেও। গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ অঙ্গান হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

বিজ্ঞাপন

আর এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা পারভিন আক্তার। তিনি জানান, ‘ফারিয়া বেশ ক’দিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল। খাবার খেতে চাচ্ছিল না, প্রচন্ড মাথা ব্যথা করছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক ভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD