Logo

সাকিবের ফেরা নিয়ে যা বললেন শান্ত

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মার্চ, ২০২৪, ২১:৫১
59Shares
সাকিবের ফেরা নিয়ে যা বললেন শান্ত
ছবি: সংগৃহীত

যদি ফিরে আসে তাহলে ভালোই হবে

বিজ্ঞাপন

বিপিএল শেষ হওয়ার পরই মার্চের ১ তারিখ জানা গিয়েছিল শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়ানডে সিরিজে খেলেননি টাইগার পোস্টার বয়। তবে সম্প্রতি জানা গেছে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরছেন সাকিব। সিলেট টেস্টে এমন ভরাডুবির পর যা নিশ্চিতভাবেই কিছুটা হলেও স্বস্তি দেবে বাংলাদেশকে।

    

সোমবার (২৫) লঙ্কানদের বিপক্ষে বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত। সাকিবের কাছ থেকেই অধিনায়কত্ব শান্তর ওপর এসছে। তার কাছেই জানতে চাওয়া হয় পরের টেস্টে সাকিব আল হাসানের ফেরার কথা চলছে, দলের জন্য সেটা কতটা স্বস্তির?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শান্ত বেশ সাবলীল ভাবেই বলেছেন, ‘অবশ্যই, সিনিয়র প্লেয়ার থাকলে স্বস্তি তো থাকেই। সাকিব ভাইয়ের মতো প্লেয়ার যদি দলে আসে, প্রত্যেক খেলোয়াড়ের জন্যই এটা ভালো হয়। তার অভিজ্ঞতা আমাদের দলকে অনেক বেশি সহায়তা করবে। যদি ফিরে আসে তাহলে ভালোই হবে।'

এর আগে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক সম্প্রতি সাকিবের ফেরা নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিব আল হাসান খেললে খুবই ভালো কথা। সাকিবের মতো ক্রিকেটার মাঠে থাকলে দলের শক্তি অনেকখানি বেড়ে যায়। তবে আমরা যত দূর জেনেছি, ও খেলবে। খেললে অনেক ভালো হবে দলের জন্য।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি আঙ্গুলের চোটের কারণে। এরপরই চোখের সমস্যায় ভুগেছেন তিনি। বিপিএল এবং ডিপিএলে সময় দিয়েছেন। আবার জাতীয় দলের হয়ে মাঠে নামছেন সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই। 

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD