দেশের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪
চলতি মৌসুমের সকল রেকর্ড ভেঙ্গে ৪০ দশমিক ২ ডিগ্রি তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সেই সঙ্গে বাতাসের আদ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তাপদাহে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ।
শনিবার (৬ মার্চ) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পান চাষ করে লাভবান হচ্ছে কৃষকেরা
শহীদ হাসান চত্বরের রিকশা চালক মিজান মিয়া বলেন, “রোজার মাস চলে। তার ওপর এমুন তাপ একদম সজজু করা যাচ্চি না। গরমে সারা শরীল জ্বালা-পুড়া করছি।”
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় খেজুরে রস ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে গাছিরা
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন মাঝারি তাপদাহের পর আজ তীব্র তাপদাহ শুরু হয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে ।
জেবি/এসবি