মাশরুম চাষ সম্প্রসারণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৯ই মে ২০২৪
‘মাশরুম খান সুস্থ থাকুন’ স্লোগানে ঢাকায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের আয়োজনে আ. কা. মু. গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে টিএ প্রকল্পের কর্মশালা
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ ড. সুরজিত সাহা রায়, হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. কে. জে. এম. আব্দুল আওয়াল, প্রকল্প পরিচালক ড. আখতার জাহান কাঁকন।
আরও পড়ুন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দু'পক্ষের বিবাদ প্রকাশ্যে
ডিএই ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আহসানুল বাসারের সভাপতিত্বে কর্মশালায় মাশরুমের পুষ্টি ও ঔষুধীগুণ সম্পর্কে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সফলতা তুলে ধরে মূল বক্তব্য প্রদান করেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আখতার জাহান কাঁকন।
জেবি/এসবি