বিসিআরএল প্রকল্পের ৩ দিনব্যাপী টিওটি প্রশিক্ষন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪
বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন ভালনারেবল ল্যান্ডস্কেপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের অধীনে ১২ মে থেকে ১৪ মে তিন দিনব্যাপী বিসিআরএল-এফএফএস টিওটি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আবহাওয়া প্রকল্পের সম্মেলন কক্ষে এ টিওটি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ফ্রিপ প্রকল্পের আঞ্চলিক কর্মশাল অনুষ্ঠিত
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, সভাপতিত্ব করেন বিসিআরএল প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার, উপস্থিত ছিলেন এফএও এর প্রতিনিধি জনাব মোতাসসিম বিল্লাহ, ক্লাইমেট চেইঞ্জ এক্সপার্ট।
অনুষ্ঠানে তিনটি অঞ্চলের ৫ জেলা ও ৯ উপজেলার বিসিআরএল প্রকল্পের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিসিএস ক্যাডার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বিএডিসিতে ফসল ক্যাফেটেরিয়া মূল্যায়ন ইভেন্ট অনুষ্ঠিত
এর আগে রবিবার (১২ মে) টিওটি প্রশিক্ষন উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা উইংয়ের পরিচালক মো. রেজাউল করিম।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার রিসোর্স পার্সনরা প্রকল্পের নকশা অনুযায়ী প্রশিক্ষণ লেকচার উপস্থাপন করেন।
ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব ইউনাইটেড ন্যাশনস (এফএও) এর প্রযুক্তিগত সহায়তায় এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
জেবি/এসবি