স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২১শে মে ২০২৪


স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত
ছবি: জনবাণী

রাজধানীতে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট-ডাইভারিসিপাইড রেসিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইমপ্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটিস (এসএসিপি-রেইনস)- এর জাতীয় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


সোমবার (২১ মে) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, সেচ ভবনের অডিটোরিয়ামে এ কার্মশালা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: বিসিআরএল প্রকল্পের ৩ দিনব্যাপী টিওটি প্রশিক্ষন অনুষ্ঠিত


এসএসিপি-রেইনস এর উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সদয় উপস্থিত ছিলেন ড. মলয় চৌধুরী, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ), কৃষি মন্ত্রণালয় এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও পরিচালক সরেজমিন উইং মো. তাজুল ইসলাম পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যসহ প্রকল্পের ‌‘কী নোট’ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক। 


ড. মলয় চৌধুরী বলেন, এসএসিপি-রেইনস প্রকল্প জলবায়ু পরিবর্তনের অভিঘাতের ঝুকিঁপ্রবণ ৩ ধরণের হটস্পট এলাকা তথা সমুদ্র উপকূল, নদীভাঙ্গন ও চরাঞ্চল এবং খরা প্রবন এলাকায় ২০টি জেলার ৯০টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। ক্ষুদ্র জোতের ৬,৭০,০০০ কৃষকের আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়ন এ প্রকল্পের লক্ষ্য। 


তিনি আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে নেতৃত্বদানকারী বাস্তবায়ন সংস্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সমন্বিত কর্মধারা বাস্তবায়নে সংযুক্ত রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি মন্ত্রণালয়ভূক্ত প্রকল্প বাস্তবায়নে এ ধরণের সমন্বিত কর্মধারা একটি উদ্ভাবনমূলক উদ্যোগেরই অংশ। আজকের কর্মশালায় অংশগ্রহণকারী সকল অংশীজন ও সংযুক্ত প্রতিষ্ঠান সমূহের কাছে আমার একান্ত প্রত্যাশা হল- আমরা এ কর্মশালা থেকে এমনসব ধারণা ও প্রায়োগিক কৌশল বিষয়ে ঐক্যমত্য পোষণ করবো যা “এসএসিপি-রেইনস” এর জন্য সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে সহায়ক হবে। প্রকল্পভূক্ত ক্ষুদ্র কৃষকদের সহায়তা কল্পে যে টেকসই প্রযুক্তি, প্রয়োজনীয় উপকরণ ও প্রশিক্ষণ প্রদান করা হবে তা যেন তাদের উৎপাদন, ভোগ ও বিপণন কার্যক্রমকে উন্নততর করতে পারে"।


আরও পড়ুন: ফ্রিপ প্রকল্পের আঞ্চলিক কর্মশাল অনুষ্ঠিত


মহাপরিচালক বলেন, মহান স্বাধীনতা অর্জনের ৫০ বছরের মধ্যেই আমরা আমাদের প্রধান খাদ্য দানা জাতীয় ফসল অর্থাৎ ধানের উৎপাদন ৪ গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। পাশাপাশি শাক-সবজি ও ফলমূলের উৎপাদনও বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। এই অগ্রগতি অর্জনের পেছনে কৃষি শিক্ষা, গবেষণা, উপকরণ ও সম্প্রসারণ সেবা সহায়তার বিপুল ভূমিকা রয়েছে। সরকারের পক্ষ থেকে যথোপোযুক্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রমে অংশগ্রহণকারী সকল অংশীজন এ কৃতিত্বের দাবীদার। বিশেষ করে এদেশের কঠোর পরিশ্রমী কৃষক ভাই-বোনেরা প্রজন্ম-প্রজন্ম ধরে এই অর্জনে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছেন। এসএসিপি-রেইনস তাদের কার্যক্রমকে আরও বেগবান করবে।


এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুবুল হক পাটোয়ারী, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়, জনাব আব্দুল্লাহ সাজ্জাদ (এনডিসি), চেয়ারম্যান, বিএডিসি, মো. মাসুদ করিম, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, জনাব দেবাশীষ সরকার, মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট।


এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মি. আর্নল্ড হেমলিয়ারস, কান্ট্রি ডিরেক্টর, ইফাদ(আইএফএডি), বাংলাদেশ, মি. ডিয়া সানু, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ (এফএও), রুদাবা খন্দকার, কান্ট্রি ডিরেক্টর, গেইন (জিএআইএন), মাঠ পর্যায় থেকে অংশগ্রহণকারী অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার ও সাংবাদিকসহ সম্মানিত কৃষকবৃন্দ। 


আরও পড়ুন: বিএডিসিতে ফসল ক্যাফেটেরিয়া মূল্যায়ন ইভেন্ট অনুষ্ঠিত


কর্মশালায় প্রকল্প পরিচালক বলেন, আমাদের রাষ্ট্র পরিচালনার পবিত্র সংবিধানে দেশের সকল জনগনের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের যোগান নিশ্চিত করার অঙ্গীকার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা বাস্তবায়ন রাষ্ট্রের মূল লক্ষ্য বিবেচনা করে সেটি অর্জনের জন্য ২০১৮ সালে কৃষি নীতি হালনাগাদ করা, ২০২০ সালে কৃষি নীতির বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ, ২০১৬ সালে জৈব কৃষি নীতি এবং ২০২০ সালে উত্তম কৃষি চর্চা নীতি গ্রহণ করা হয়েছে। সেই সাথে ২০২০ সালে কৃষি সম্প্রসারণ নীতিরও সংস্কার সাধন করা হয়েছে যা এসএসিপি-রেইনস- এর জন্য সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে সহায়ক হবে। প্রকল্পভূক্ত ক্ষুদ্র কৃষকদের সহায়তাকল্পে যে টেকসই প্রযুক্তি, প্রয়োজনীয় উপকরণ ও প্রশিক্ষণ প্রদান করা হবে তা যেন তাদের উৎপাদন, ভোগ ও বিপনন কার্যক্রমকে উন্নততর করতে পারে”। আমরা (এসএসিপি-রেইনস) - এর সংশ্লিষ্ট সকলে এই প্রত্যাশা পূরণে স্ব স্ব অবস্থান থেকে করণীয় নির্ধারণসহ তা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট।


সভায় উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সহ অন্যান্য অংশগ্রহণকারীরা এসএসিপি-রেইনস প্রকল্পের কার্যক্রমের প্রশংসাসহ উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


জেবি/এজে