‘আমাকে গ্যাস ট্যাংকার বলে ক্ষ্যাপানো হতো’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। মাদ্রাজ ক্যাফে সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখেছেন। তবে ভারতের দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেছেন।
সম্প্রতি তাকে ঘিরে সমালোচনা নিয়ে কথা বলেছেন এই নায়িকা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে রাশি খান্না বলেন, ‘সবচেয়ে খারাপ সমালোচনাগুলো হতো শুরুর দিকে। সিনেমায় যে চরিত্রগুলো পেতাম সেজন্য নিজেকে সেভৈাগ্যবান মনে করি। কিন্তু সম্ভবত আমার বাড়তি ওজনের জন্য আমাকে গ্যাস ট্যাংকার বা এই জাতীয় বস্তুর সঙ্গে তুলনা করে ক্ষ্যাপানো হতো। এটা শুরুর দিকে। যদিও আমি এ নিয়ে কিছু বলতাম না কারণ মূলধারার নায়িকাদের তুলনায় আমি একটু মোটা ছিলাম।’

তবে পরবর্তী সময়ে নিজেকে শারীরিকভাবে ফিট করেছেন রাশি।
এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি বুঝতে পেরেছি শোবিজে এটি প্রয়োজন। কাউকে খুশি করার জন্য নয়। আমি সব ধরনের বিদ্রূপের সম্মুখীন হয়েছি। সত্যি বলতে এগুলো আমার ওপর কোনো প্রভাব ফেলে না।’

পাশাপাশি রাশি জানান, তিনি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিসে আক্রান্ত। এই কারণে তার ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।
অজয় দেবগনের সঙ্গে ‘রুদ্রা: দ্য এজ অব ড্রাকনেস’ ওয়েব সিরিজে অভিনয় করছেন রাশি খান্না। পাশাপাশি কার্থির সঙ্গে ‘সর্দার’ সিনেমায় অভিনয় করছেন। এছাড়া সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘যোধা’ সিনেমায় তাকে দেখা যাবে।
ওআ/