অচেনা যুক্তরাষ্ট্র এখন চেনা, টাইগাররা কি পারবে জিততে?


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪


অচেনা যুক্তরাষ্ট্র এখন চেনা, টাইগাররা কি পারবে জিততে?
ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের নবম আসর। মেগা আসরে নামার আগে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে সাকিব-শান্তদের ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ।

  

প্রস্তুতির প্রথমটিতে মঙ্গলবার (২৮ মে) ডালাসে রাত সাড়ে নয়টায় মাঠে নামছে সৌম্য-রিশাদরা। প্রতিপক্ষ সেই যুক্তরাষ্ট্র। যাদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে টাইগাররা।


আরও পড়ুন: যে কারণে এবারের বিশ্বকাপেও সবার সেরা সাকিব


কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। তবে, অচেনা যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারতে হয় প্রথম দুই ম্যাচ। ১৫৩ করে পাঁচ উইকেটে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের ১৪৪ রান তাড়া করতে নেমে ১৩৮-এ অলআউট হয় টাইগাররা। সিরিজ হারের কড়া সমালোচনায় পড়া টাইগাররা তৃতীয় ম্যাচে খুঁজে পায় নিজেদের। 


আরও পড়ুন: বিশ্বকাপের স্বপ্নভঙ্গ সাইফউদ্দিনের, বাদ পড়া নিয়ে যা বলল বিসিবি


যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে ১০৪ রানে আটকে দিয়ে ১০ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। মুস্তাফিজ ১০ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। 


৮ জুন ডালাসে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর আগে ১ জুন নিউইয়র্কে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মোকাবেলা করবে শান্তর দল। 'ডি' গ্রপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, রেদারল্যান্ডস ও নেপাল।


জেবি/আজুবা