Logo

প্রচার বিমুখ স্বাস্থ্য বিভাগ, সময়ের আগেই বন্ধ টিকাদান কেন্দ্র

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৪, ০৬:১৫
58Shares
প্রচার বিমুখ স্বাস্থ্য বিভাগ, সময়ের আগেই বন্ধ টিকাদান কেন্দ্র
ছবি: সংগৃহীত

অধিকাংশ টিকাদান কেন্দ্র খালি ও কিছু কিছু কেন্দ্র বন্ধ পাওয়া যায়

বিজ্ঞাপন

লালমনিরহাটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ার পূর্বে উল্লেখযোগ্য প্রচার না করায় অনেক পরিবার তাদের সন্তানদের ভিটামিন- এ ক্যাপসুল খাওয়াতে পারেনি। এছাড়া সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও দুপুরের মধ্যে সদরের অধিকাংশ ক্যাপসুল খাওয়ানোর কেন্দ্র বন্ধ দেখা যায়।

শনিবার (১ জুন) শহরের অস্থায়ী টিকাদান কেন্দ্র ঘুড়ে দেখা যায় অধিকাংশ টিকাদান কেন্দ্র খালি ও কিছু কিছু কেন্দ্র বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর চিনিপাড়া কমিউনিটি ক্লিনিকে দুপুর তিনটায় গিয়ে দেখা যায় ওই ক্লিনিকের দরজায় তালা ঝুলানো।

এলাকার স্থানীয় মিনা বেগম জানান, আমার সন্তানকে টিকা দিতে এসেছি। এসে দেখি কমিউনিটি ক্লিনিক বন্ধ। এখন কিভাবে আমার ছেলেকে ক্যাপসুল খাওয়াবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে চিনিপাড়া কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্বপ্রাপ্ত সিএইচসিপিকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, বিকাল চারটা পর্যন্ত খোলা থাকার কথা কিন্তু কেনো তারা আগেই বন্ধ করেছে সেটাই বুঝতে পারছিনা।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD