কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার ।
বিজ্ঞাপন
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (৫০)।
রবিবার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকার ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: অবশেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার ।
নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের চারু মিয়ার (মৃত) ছেলে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানিয়েছেন, নিহতের মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে।
কুমিল্লা ১০ ব্যাটেলিয়ন বিজিবি (সেক্টর কমান্ডার) কর্নেল মোহম্মদ শরিফুল ইসলাম মিরাজ জানান, ঘটনাস্থলে যাচ্ছে বিজিবি।
বিজ্ঞাপন
জেবি/এসবি








